ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তালগাছ কেটে বাবুই পাখি হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার 

আপডেট : ৩০ জুন ২০২৫, ০১:১৭ এএম

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২৯ জুন) বিকেলে প্রধান অভিযুক্ত মোবারক ফকিরকে পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের জায়গায় থাকা তালগাছ কেটে পরিবেশ ধ্বংস এবং পাখি হত্যার ঘটনায় মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৩৭৯ ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা রুজু করা হয়। পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আরেকটি মামলা করা হয়।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। মোবারক ফকিরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় বহু বছর ধরে বাবুই পাখির নিরাপদ প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটি কাটার সময় অসংখ্য বাসা মাটিতে পড়ে ডিম ভেঙে যায় এবং ছানাগুলো মারা যায়। গাছটি কাটেন মিজানুর রহমান, সহযোগী ছিলেন ফারুক হোসেন।

khk
আরও পড়ুন