ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:৪১ এএম

পঞ্চগড়ের সীমান্ত এলাকার ঘোরামারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চালকসহ একটি ট্রাক্টর আটক করা হয়েছে। আটক ফরহাদ হোসেন বোদা থানার বোগদুঝোলা এলাকার রবিউল ইসলামের ছেলে।

বুধবার (২ জুলাই) দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত গঠনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ৫৬ বিজিবি (নীলফামারী ব্যাটালিয়ন)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির ২টি টহল দল সীমান্ত সংলগ্ন ঘোরামারা নদী এলাকায় অভিযান চালায়।অভিযানে বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিজিবির টহল দল ধাওয়া করলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে বালু ভর্তি ট্রাক্টরসহ চালক ফরহাদ হোসেনকে আটক করে বিজিবি। এসময় ভ্রাম্যমান আদালত গঠন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে চালককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে নিলাম না হওয়া পর্যন্ত ট্রাক্টরটি মালকাডাঙ্গা বিওপির হেফাজতে থাকবে বলে জানায় বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, বিজিবির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সুরক্ষাসহ চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ছাড়াও সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

SN
আরও পড়ুন