ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে অবস্থান

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০২:৫৮ এএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (০৪ জুলাই) রাত ১১টা থেকে চট্টগ্রাম নগরের ‘চিটাগং ক্লাবের’ মূল ফটকে নেতাকর্মীরা অবস্থান নেন। তারা সাবেক চেয়ারম্যান জাহিদুল হককে গ্রেপ্তারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন।

রাত একটায় এ প্রতিবেদন লেখার সময়ও নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, সাবেক চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ে হচ্ছে চিটাগং ক্লাবে। জাহিদুল হক আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন। গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।

নিজাম উদ্দিন আরও বলেন, ‘কর্মসূচিতে এনসিপি, জাতীয় যুবশক্তির নেতাকর্মীরাও উপস্থিত আছেন। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিষয়ে কোনো আপস করব না। কারণ, তাঁরা জুলাই আন্দোলনে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন।’

ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিয়ের অনুষ্ঠানে জাহিদুল হক আছেন, এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন। খবর পেয়ে তারাও এসেছেন। এখনো কোনো বিশৃঙ্খলা হয়নি। তারা কাউকে গ্রেপ্তার করেননি। তবে বিশৃঙ্খলা এড়াতে জাহিদুল হককে গ্রেপ্তার করা হবে, এমন আশ্বাস দেওয়া হয়েছে।

khk
আরও পড়ুন