ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সংসদীয় আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:২১ এএম

জাতীয় সংসদের আসন সংখ্যা চার থেকে তিনে নামিয়ে আনার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিলসমাবেশ হয়েছে বাগেরহাটে

বুধবার (৩০ জুলাই) রাত ১০টায় শহরের পুরোনো বাজার এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আসাবউদ্দৌলা জুয়েলসহ স্থানীয় নেতারা।

বক্তারা নির্বাচন কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবি জানান। চারটি আসন পুনর্বহাল না করলে বাগেরহাটকে দেশের অন্য সব জেলা থেকে বিচ্ছিন্ন করার কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বদলীয় এক সভা অনুষ্ঠিত হবে। সেখানে এই ইস্যুতে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটির প্রস্তাবে, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এবং বাগেরহাট-৩ (মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা) করা হয়েছে ।

khk
আরও পড়ুন