নাটোরের লালপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আড়বাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহমানের ছেলে ও আওয়ামী লীগের সভাপতি শারফুল ইসলাম ওরফে শফি (৫৪) এবং দুয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের ছেলে ও যুবলীগের সভাপতি শামীম হোসেন (৩১)।
থানা সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
