ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নদীতে যাত্রীবাহী ট্রলারে ফেরির ধাক্কা, যুবক নিখোঁজ

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:২০ এএম

খুলনায় নদীতে একটি ট্রলারকে ফেরির ধাক্কায় আকাশ নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছেন।

নিখোঁজ ওই যুবক রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল। নদীর মাঝপথে একটি ফেরি ট্রলারটিতে ধাক্কা দেয়। এ সময় ট্রলার থেকে কয়েকজন নদীতে পড়ে যান। এতে আকাশ নামের ওই যুবক নিখোঁজ হন। প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অভিযান চালান।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, সংঘর্ষে নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী নদীতে পড়ে যান এবং কিছু যাত্রী ফেরিতে উঠে যান। এর মধ্যে আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

khk
আরও পড়ুন