ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমি অফিস সহকারীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ভূমি অফিসের রুস্তম আলী নামে এক অফিস সহকারীর ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার (২০ জুলাই) রাত থেকে স্থানীয় বিভিন্ন ফেসবুক পেজে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

‎এক মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে বসেই এক ব্যক্তির কাছ থেকে সরাসরি টাকা নিচ্ছেন অফিস সহকারী রুস্তম আলী। ভিডিওর শেষ দিকে রুস্তম আলীকে টাকা নিয়ে চেয়ার থেকে উঠে যেতে দেখা যায়।

স্থানীয়রা জানান, নির্ধারিত সরকারি ফি এর বাইরেও রুস্তম আলী বিভিন্ন অজুহাতে উপহার দাবি করেন। কেউ তা না দিলে তার ফাইল আটকে রাখা হয় বা অহেতুক ঘুরতে হয় বারবার। অনেকেই অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরেই ঘুষ দিয়ে কাজ করিয়ে নেওয়ার সংস্কৃতি চালু রেখেছেন।

‎এদিকে অফিস সহকারী রুস্তম আলী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো ঘুষ নেইনি। যেটা নেওয়া হয়েছে সেটা খাজনার টাকা। ঘুষের বিষয়ে আমি কিছুই জানি না।

‎এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

AHA
আরও পড়ুন