ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইন্দুরকানীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৬

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম
পিরোজপুরের ইন্দুরকানীতে বলেশ্বর নদীর চর সাঈদখালীর বালুর মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজারসহ বালু উত্তোলনকারীর ৬ জনকে আটক করা হয়েছে। 
 
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী ও ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। আটকৃত ৩টি ড্রেজার বোর্ডের মোট ৬ জনের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
 
পরে আটকৃত ১টি ড্রেজারের মধ্য পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), কৃষ্ণনগর গ্রামের মোকাম্মেল তালুকদারের ছেলে জালাল তালুকদার (৪০), বাদুরা গ্রামের ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও একই গ্রামের শাহাজাহান খানের ছেলে মিজান খানসহ (৩৪) ৪ জন ১ লক্ষ টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এবং অপর ২টি ড্রেজার বোর্ডের আব্দুল্লাহ আল মামুন ও লিটনকে আটক করে রাখা হয়।
আটককৃত ড্রেজার ৩টি হলো- ‘আলহামদুলিল্লাহ’, ‘রানা রেজা’ ও ‘মাহিম নাহিদ’ নামের। 
 
এদিকে সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) হাসান বীন মুহাম্মদ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। পরে সাংবাদিকেরা ভূমি অফিসে গেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত না করে অজ্ঞাত কারণে তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি।
 
পরে সাংবাদিকরা সেখান থেকে চলে আসলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সাংবাদিকদের ফোন দিয়ে ভূমি কর্মকর্তার কার্যালয়ে আসতে বলেন।
NJ
আরও পড়ুন