ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অভিনব প্রতারণা

আবাসিক হোটেলের টিভি নিয়ে পালালেন পর্যটক!

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক সেজে এক প্রতারক আবাসিক হোটেল থেকে প্রায় এক লাখ টাকার চারটি স্মার্ট এলইডি টিভি নিয়ে পালিয়েছে। রোববার রাত ৯টার দিকে পৌর শহরের আবাসিক হোটেল দ্যা সী লোটাসে এই ঘটনা ঘটে।

হোটেল সূত্র জানায়, খুলনা সদর থানার বাসিন্দা শাওন হাসান নামে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে এক ব্যক্তি কক্ষ ভাড়া নেন। রোববার সকাল ১০টায় তিনি জানান তার কয়েকজন অতিথি আসবেন এজন্য মোট ৪টি কক্ষ প্রয়োজন।

এনআইডি নিবন্ধনের তথ্য মতে ওই প্রতারকের নাম মো. । তিনি খুলনা জেলার । নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি রুম ভাড়া নেন। বর্তমানে চুরি হওয়া চারটি এলইডি টিভির বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা। তিনি ১ হাজার টাকা অগ্রিম দিয়ে ওইসব রুমের চাবি নেন। এরপর টানা ৮ ঘণ্টা অবস্থান করে চারটি রুমের টিভি খুলে কার্টুনে ভরেন। পরে কৌশলে সেসব ইজিবাইকে নিয়ে হোটেল থেকে বের হয়ে যান। তিনি হোটেল কর্মচারীদের জানান, “বিস্কুটের কাটুন পরিবর্তন করা হবে।” এই অজুহাতেই তিনি টিভিগুলো কার্টুনে নিয়ে বের হয়ে যান।

হোটেল ম্যানেজার দীপঙ্কর বলেন, “প্রতিদিনের মতো বিকেল তিনটার দিকে আমি রুমে বিশ্রামে যাই। পরে ছয়টার দিকে এসে হোটেল বয়দের কাছে জানতে চাইলে তারা বলে, লোকটি বিস্কুটের কাটুন পরিবর্তন করতে গেছে। তখন আমি রুমগুলোতে গিয়ে দেখি সব টিভি উধাও। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সে ইজিবাইকে করে কাটুন নিয়ে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পর বিষয়টি মালিককে জানানো হয়।”

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

JMR
আরও পড়ুন