পিরোজপুর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরীর সক্রিয় উপস্থিতিতে পিরোজপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আওয়ামী মন্ত্রী শ ম রেজাউল করিমের ব্যক্তিগত সহকারী এবং জেলা আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ পদে থাকা গৌতম রায় চৌধুরী পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। মাসুদ সাঈদীর গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় গৌতম রায় চৌধুরীর সক্রিয় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় পিরোজপুরের রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগ অভ্যন্তরে হতাশা এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতারা এই আচরণকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে অভিহিত করছেন। স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গৌতম রায় চৌধুরীকে ‘দালাল’ বলে উল্লেখ করে নানা সমালোচনাও তুলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাসুদ সাঈদী ও গৌতম রায় চৌধুরীর একইসঙ্গে থাকা ছবিগুলো ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ নিয়ে মন্তব্য করছেন। পিরোজপুরের রাজনৈতিক মহলের কাছে এখন প্রশ্ন উঠেছে, এমন অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সহযোগিতার পেছনে আসল উদ্দেশ্য কী এবং এর ভবিষ্যৎ প্রভাব কেমন হবে।
