ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে শুরু করে টোনা ইউনিয়ন, কলাখালী ইউনিয়ন, কদমতলা ইউনিয়ন ও নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি, মো. শাফিকুল ইসলাম সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান এবং নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস. এম. মাজেদুল কবীর রাসেল।

পূজামণ্ডপে উপস্থিত জনতার উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি জনগণের দল হিসেবে সব ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকে। পূজামণ্ডপগুলোতে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, যেন কোথাও নিরাপত্তা বিঘ্নিত না হয়। আমরা দেখছি, একটি অদৃশ্য শক্তি বাংলাদেশের পতাকা ও স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে নানা অপকৌশল করছে। তাই পূজারি, এলাকাবাসীসহ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমি পিরোজপুর-১ আসনসহ সারা জেলায় সমন্বিতভাবে এই কাজগুলো চালিয়ে যাব। তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা দিয়েছেন, তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।”

IMS/NJ
আরও পড়ুন