ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবরটি দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে জানানো হয় বলে সাংবাদিকদের জানান (ওসি) মো. আব্দুস সালাম।

ওসি আরও জানান, তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) তাকে দিনাজপুর আদালতে হাজির করা হয়।

দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকায় অবৈধ পথে ভারত যাওয়ার সময় বরগুনার এক আওয়ামী লীগ নেতাসহ তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকায় রাষ্ট্রদোহ মামলাসহ উজিরপুরে একাধিক মামলা রয়েছে।

NJ
আরও পড়ুন