ভোলার লালমোহনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী কবির হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাকটি জব্দ করেছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ডাওরী বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার রৌদ্রের হাটের বাসিন্দা। তিনি প্রবাসে যাওয়ার জন্য পাসপোর্ট আনতে ভোলায় যাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে অটোরিকশাটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে যাত্রাপথে লালমোহনের ডাওরী বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী কবির হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কবির হোসেন নামের এক অটোরিকশা যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁওয়ে ট্রাকচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত