পটুয়াখালীর কুয়াকাটার মহিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার লতাচাপলী গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রাসেল গোড়া খাল এলাকায় ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু