ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উদযাপন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। এ উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে এ বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নর-নারী।

এ সময় তারা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বেশি ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোশাক, আগরবাতি ও মোমবাতিসহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০ জন ঠাকুরকে চীবর দান স্বরূপ নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান ও অষ্ট পরিষ্কার দান করা হয়।

তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মংতেনচিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর এ উৎসব চলবে।


কুয়াকাটা সীমা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উত্তম ভিক্ষু দৈনিক খবর সংযোগকে জানান, আমরা যে কাপড়টি পরিধান করি এটিকে চীবর বলা হয়। প্রবারণা পূর্ণিমা ৩০ দিন। ৩০ দিনের মধ্যে একটি বিহারে একদিন এ চীবর দান অনুষ্ঠানটি করা যায়।

২৪ ঘণ্টার মধ্যে সুতা থেকে কাপড় বুনে ২৪ ঘণ্টার মধ্যে অনুষ্ঠানটি করতে হয়। এজন্য এটিকে কঠিন চীবর দান বলা হয়। মানব জীবনের সব অন্তরায় দূর হয় এই কামনা করে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠানটি শেষ হবে।

উল্লেখ্য, কঠিন চীবর দান, বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব, যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যেকোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়।

NJ
আরও পড়ুন