পিরোজপুরে আশঙ্কাজনকভাবে চুরির উপদ্রব বেড়েছে। গত এক সপ্তাহে পিরোজপুর সদরে অন্তত ডজনখানেক বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে সদরের কলাখালী ইউনিয়নের দাউদপুরে সাবেক ইউপি মেম্বর আসাদ খানের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
পিরোজপুর-কলাখালী সড়ক পাশে আসাদের বাড়ির জানালার গ্রিল কেটে চোর বাড়িতে ঢুকে বেশ কিছু স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। আসাদ মেম্বর ও তার স্ত্রী চিকিৎসার্থে ঢাকায় থাকার সুযোগে এ চুরি সংঘটিত হয় বলে তার পরিবার জানিয়েছে।
আসাদের কলেজ পডুয়া মেয়ে চৈতি জানান, তিনি ও তার দাদি বাড়িতে ছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে তাদের দালানের জানালার গ্রিল কেটে চোর ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ঘরে থাকা ২ জনকে জিম্মি করে আলমিরা, স্টিলের বড় ট্রাংক ও ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়।
আসাদ মেম্বর জানিয়েছেন তিনি থানায় মামলা দায়ের করবেন। এছাড়া পিরোজপুর শহরের আদর্শ পাড়ায় গত ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে অন্তত ৬টি চুরির ঘটনা ঘটে।
ওই পাড়া নিবাসী পিরোজপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসনেয়ারা বকুল, আদর্শ স্কুলের সাবেক শিক্ষক আ. লতিফ, বিশিষ্ট সমাজসেবক আফজাল হুসাইন লাভলু ও জনৈক নয়নের বাড়িতে রাতের বিভিন্ন সময়ে চুরি হয়। এছাড়া শহরের মসিদ বাড়ি এলাকায় দিনে-দুপুরে চুরি সংঘটিত হয়। চোরেরা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে বাড়ির মালিকরা জানিয়েছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানিয়েছেন, এসব চুরির ঘটনা পুলিশের নলেজে আছে। ভুক্তভোগীরা কেউ কোনো মামলা না করলেও পুলিশ ৫/৬ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
বোয়ালখালীতে ২ সিএনজি অটোরিকশা চুরি
ভৈরবে ৩ কৃষকের গোয়াল থেকে তালা ভেঙে গরু চুরি 