ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুয়াকাটায় চলছে রাস উৎসবের প্রস্তুতি 

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসব, যা  চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ঐতিহ্যবাহী এ উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।

প্রতিবছরের মতো কুয়াকাটায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় এ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি কাজল বরন দাস। এই উদযাপনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মন্দিরের কর্মরত নীহার রঞ্জন মন্ডল জানান, রাস উৎসবকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি চলছে। প্যান্ডেলসহ অন্যান্য কাজ চলছে, যাতে আমাদের তীর্থযাত্রীরা এখানে আরাম বোধ করতে পারে, সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। আগামী ৪ তারিখ থেকে অনুষ্ঠান শুরু হবে, ওইদিন রাত থেকেই সবচেয়ে বেশি জনসমাগম হবে। বিকেলের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ, সন্ধ্যারতি, রাস লীলার উপর আলোচনা, কীর্তন অনুষ্ঠান, মঙ্গল আরতি আর ৫ নভেম্বর গঙ্গাস্নানের মধ্য দিয়ে সূর্য উদয়ের সাথে সাথে রাস উৎসব শেষ হবে। তবে রাসমেলা চলবে ৬ তারিখ পর্যন্ত।

কুয়াকাটার পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, প্রতি বছরের চেয়ে এবার একটু ভিন্নভাবে রাসমেলা উদযাপন করতে এ আয়োজন। জেলা প্রশাসকের নেতৃত্বে সার্বিকভাবে সিসি ক্যামেরার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তদারকি করা হচ্ছে। আশা করি সুন্দরভাবে উদযাপিত হতে যাচ্ছে এ মেলা।

রাস মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে আছে কুয়াকাটাসহ আশপাশের এলাকা। নিরাপত্তা নিয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গতবছরের চেয়ে এ বছর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। কয়েকটি টিমে ভাগ হয়ে তারা দায়িত্ব পালন করবেন, তা ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাসমেলা কমিটির সভাপতি কাজল বরন দাস জানান, আমরা স্থানীয় ও প্রশাসনসহ বিভিন্ন মানুষের সহযোগিতা পাচ্ছি। আশা করছি সুন্দর ভাবে রাস উৎসব পালন করতে পারবো। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাউসার হামিদ বলেন, এবারের রাস উৎসবে পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটার গুরুত্বপূর্ণ স্থানসহ উৎসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ র‌্যাব, সেনাবাহিনী, পুলিশের যৌথ টিম ও সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

উল্লেখ্য, সমুদ্র সৈকত কুয়াকাটায় মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত চলবে এই রাস উৎসব। পূর্ণিমা তিথি অনুযায়ী, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে মূল উৎসব।

NJ
আরও পড়ুন