প্রচণ্ড দাবদাহে চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মাদ্রাসা শিক্ষক মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫)। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় কর্মরত ছিলেন। কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, রোববার (২৮ এপ্রিল) সকালে মাদরাসা খোলা থাকায় মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী নগরের চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। গরমের মধ্যে হঠাৎ ফেরিতে ঢলে পড়েন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, তিনি আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেল চিকিৎসকরা সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
