ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচন স্থগিত

আপডেট : ২৭ মে ২০২৪, ০৪:৩৩ পিএম

বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে রাঙামাটির বাঘাইছড়িতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব জাহাংগীর আলম।

রাঙামাটির সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঘাইছড়ির নির্বাচন স্থগিত হওয়ার কারণ হলো সেখানে বেশ কয়েকটা কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত।

এদিকে, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা জানান, ইউএনও আমাকে ফোনে জানিয়েছেন নির্বাচন স্থগিত হয়েছে। কবে অনুষ্ঠিত হতে পারে সেটি জানানো হবে। এ ব্যাপারে আমরা অফিসিয়ালি কোনো চিঠি পাইনি।

বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করার বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। কিছু সময়ের মধ্যে লিখিতভাবে জানিয়ে দেওয়া হবে।

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির রিটার্নিং অফিসার ও রাঙামাটির অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, তৃতীয় ধাপে রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও বাঘাইছড়িতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে বাঘাইছড়িতে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে হেলিকপ্টারে চলাচলের সুযোগ না থাকায় দুর্গম কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও ভোট কর্মকর্তাদের পাঠানো যাচ্ছে না। তবে নির্বাচন কমিশন আমাদের এখনও কোনো নির্দেশনা দেয়নি। 

আগামী ২৯ মে রাঙামাটির নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

MHR/AST
আরও পড়ুন