ভারী বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) শহরের সিকদার বাজার ও পল্যান কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- শহরের ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকার সাইফুলের ছেলে হাসান (১০), ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০)।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক অফিসার আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি।
ঘটনার পর পাহাড় ধস এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস। এ সময় পাহাড় ধসে ২ জন নিহতের খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কক্সবাজারে ৯৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
