খাগড়াছড়ি দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জুনেল চাকমা (৩১) নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। শনিবার (২৭ জুলাই) ভোররাত ৪টা দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুনেল চাকমা দীঘিনালা উপজেলার কবাখালী ৯ নম্বর ওয়ার্ডের শ্রী শংকর পাড়ার তত্ত কাঞ্চন চাকমার ছেলে বলে জানা যায়।
জানা যায়, নিহত জুনেল চাকমা সাংগঠনিক কাজ শেষে রাতে কবাখালীর ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারী পাড়ার স্থানীয় একটি বাড়িতে ঘুমাচ্ছিলো। এসময় প্রতিপক্ষের একটি সশস্ত্র গ্রুপ এসে ঘুমন্ত জুনেলকে ৪ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে জানায় ইউপিডিএফ।
এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস সংস্কারকে দায়ী করেছে (প্রসীত খীসা নেতৃত্বাধীন) ইউপিডিএফ‘র সংগঠক অংগ্য মারমা। তিনি হত্যাকারীদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস সংস্কার এ ঘটনার দায়ী অস্বীকার করেন। সংগঠন দুটির শীর্ষ নেতারা এ হত্যাকাণ্ড অভ্যন্তরীণ কোন্দলের জের উল্লেখ করে তাদের হত্যার দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর জানান, হত্যাকাণ্ডের খবর শুনেছি। পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।
