ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাল-নৌকা গোছাচ্ছে লক্ষ্মীপুরের জেলেরা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম

পদ্মা-মেঘনা নদীতে ২২ দিন ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করায় লক্ষ্মীপুরে মেঘনা পাড়ের অর্ধ লক্ষাধিক জেলে জাল ও নৌকা তীরে উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সরকারের সিদ্ধান্তে শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে।

সংশ্লিষ্টরা জানায়, মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুরের রায়পুর হয়ে চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার সময়ে জেলেরা নদীতে নামতে পারবেন না। তাই মেঘনা পাড়ের অর্ধ লক্ষাধিক জেলেরা মাছ ধারার সকল সরঞ্জাম তীরে উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তারা ভরন-পোষণ নিয়ে চিন্তিত। তাই খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জানিয়েছে জেলেরা।

ছবি: খবর সংযোগ

উপজেলার মেঘনার পাড়ের নাইয়াপাড়া এলাকারা মোস্তফা বেপারী বলেন, কিছু কিছু জেলে সরকারি আদেশ মানে না। মাছ ধরতে পারবো না কিন্তু পরিবার নিয়ে কীভাবে দিন কাটে সে খবর কেউ রাখে না। আমাদের যে চাল দেয় সেটি দিয়ে কিছুই হয় না। চালের সঙ্গে আনুষঙ্গিক জিনিস লাগে। সে খরচ কীভাবে পাবো?

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব চন্দ্র বিশ্বাস বলেন, এ বছর ইলিশ ধরা নিষেধাজ্ঞা ভালোভাবে পালিত হবে। নদীতে নামলে কঠোর ব্যবস্থা।

এ ছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন জেলার ৩৯ হাজার ৭৫০ জেলে পরিবারের মাঝে ৯৯৩.৭৫০ টন ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।

RA/FI
আরও পড়ুন