নগরপিতার আসনে বসছেন ডা. শাহাদাত

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান পর্ষদের মেয়াদ রয়েছে মাত্র এক বছর তিন মাস ১৬ দিন। এ অল্প সময়ে অনেকগুলো চ্যালেঞ্জ ও প্রতিশ্রুতি পূরণ করতে হবে নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে। চ্যালেঞ্জেরের মুখেও পড়তে হবে তাকে।

তবে সমস্যার ঊর্ধ্বে গিয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বসবেন নগরপিতার আসনে। আর এর মধ্যদিয়ে নির্বাচনী অঙ্গীকার রক্ষার সুযোগ তৈরি হলো।

তবে এই অল্প সময়ে কোনো কাউন্সিলর ছাড়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাউন্সিলর না থাকলেও চসিক পরিচালনায় ২০ সদস্যের একটি কমিটি করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কমিটির ১৮ জন সদস্যই সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত।

RA/FI
আরও পড়ুন