কম সময়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: ডা. শাহাদাত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান পর্ষদের মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর তিন মাস ১৫ দিন। এ অল্প সময়ে অনেকগুলো চ্যালেঞ্জ ও প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে জানিয়েছেন নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। খবর সংযোগকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। 

২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ইতোমধ্যে আইনি লড়াইয়ে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব নিয়েছেন। এতে করে নির্বাচনী অঙ্গীকার রক্ষার সুযোগ তৈরি হল। 

এতো কম সময়ে, নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এড়িয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনি কতটুকু প্রস্তুত? এ প্রশ্নের জবাবে তিনি জানান, চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে চাই। দায়িত্ব নিয়ে কিছু কাজ অগ্রাধিকার ভিত্তিতে করব। চট্টগ্রামকে ক্লিন, গ্রীন এবং হেলদি সিটিতে রূপান্তরে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। শহরের রাস্তাঘাটের অবস্থা বেশি খারাপ, নষ্ট হয়ে গেছে, এতে জনদুর্ভোগ বাড়ছে। কাজেই মশক নিধন এবং ভাঙা রাস্তাঘাট সংস্কার অগ্রাধিকার পাবে। 

ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি ও মশক নিধন নিয়ে আপনার পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু প্ল্যান আছে। সেকেন্ডারি কিছু স্টেশন (এসটিএস) করব। বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে এনে এসব স্টেশনে রাখা হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা রাখলে দুর্গন্ধ ছড়ায়। এসটিএস থেকে দুর্গন্ধ ছড়ায় না। ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান আছে। এক্ষেত্রে উন্নত পরিচ্ছন্ন বিভাগে প্রযুক্তির যন্ত্রপাতি সংযোজন, ডাস্টবিন আধুনিকায়ন করা, বাসা-বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থাসহ বর্জ্যকে রিসাইক্লিং করার পরিকল্পনা আছে।

চট্টগ্রামের যানজট নিরসনের বিষয়ে ডা.শাহাদাত হোসেন বলেন, যানজট নিরসনে একটি বাস টার্মিনাল করার পরিকল্পনা আছে। তাছাড়া কর্ণফুলী ব্রিজ গোলচত্বরে সবসময় যানজট লেগে থাকে। এ যানজট নিরসনে একটি বাস টার্মিনাল করার পরিকল্পনা আছে। এ জন্য আমি মনে মনে জায়গা খুঁজছি। কুলগাঁওয়ে সিটি করপোরেশনের একটি বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ প্রকল্প আছে। এটার কাজ মনে হয় একটু ধীরগতি হয়ে গেছে। সেটার কাজও যেন দ্রুত শেষ হয় সেদিকে নজর থাকবে।

কাউন্সিলর নেই এত বড় কর্মযজ্ঞ কিভাবে সামলাবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কমিটি তো আছেই। তারা প্রশাসনিক কাজে সহযোগিতা করবেন। এছাড়া এলাকাভিত্তিক বিএনপিসহ অন্যান্য দল ও পেশাজীবীদের মধ্যে যারা সচেতন তাদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে। এরপরও যদি সমস্যা দেখি সেটা মন্ত্রণালয়কে জানাব।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় চসিকের ষষ্ঠ পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ভোটার ছিলেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। নির্বাচনে ভোট পড়ে মাত্র ২২ দশমিক ৫২ শতাংশ। নির্বাচনে 'ধানের শীষ' প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. শাহাদাত।

RA/MB
আরও পড়ুন