ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেনীতে জুমার নামাজ পড়াবেন কাবার সাবেক ইমাম

ফেনীর রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসায় জুমার নামাজের ইমামতি করবেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বুখারি।

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ এএম

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি। 

শুক্রবার (১৭ জানুয়ারি) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসায় আয়োজিত ১০ম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে জুমার নামাজের ইমামতি করবেন তিনি।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সম্মেলনস্থলে সার্বিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক মুহতামিম মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।

মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসা। বিগত বছরে দেশ ও দেশের বাইরের বরেণ্য আলেমদের অংশগ্রহণে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ১৬ ও ১৭ জানুয়ারি এবারের আয়োজন করা হচ্ছে। এবার জুমার নামাজের ইমামতি করবেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বুখারি।

কাবার সাবেক ইমামকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজক মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেনী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ার আহমদ, রবিউল হাসান, আব্দুর রশিদ জুয়েল, মোহাম্মদ আলী, মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মুফতি মোহাম্মদ হাসান, মাওলানা সাঈদ আহমেদ, বশির আহমেদসহ প্রমুখ।

AHA
আরও পড়ুন