ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবশেষে সাজেকে পর্যটক ভ্রমণ উন্মুক্ত

‘অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে  পুনরায় সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পর রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠানো মো. সাইদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসস’র।

জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে  পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)থেকে সাময়িকভাবে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছিল।

এরপ্রেক্ষিতে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সাজেক পর্যটন এলাকায় অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে জেলা প্রশাসনের  একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে  পুনরায় সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে  সাজেকের ভ্যালিতে  রিসোর্ট, কটেজ, দোকান ও বসতবাড়িসহ প্রায় শতাধিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছেন, সাজেকে আগুন লেগে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে প্রায় ১০০ কোটি টাকার ওপরে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

AA
আরও পড়ুন