ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পানি কমেছে কাপ্তাই হ্রদে, বিদ্যুৎ উৎপাদনে ভাটা

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশে একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (কপাবিকে) বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে চলে এসেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটিতে পাঁচটি ইউনিট রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৪নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 

সংশ্লিষ্টরা জানায়, বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট পুরোপুরি সচল থাকলেও বর্তমানে শুধু মাত্র একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। হ্রদে পর্যাপ্ত পানি থাকলে এই কেন্দ্র থেকে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ বিষয়ে জানতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাপ্তাই লেকের পানির স্তর দিন দিন নেমে আসছে। ফলে পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫টি ইউনিটের সব কয়েকটি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। শুধুমাত্র ৪নম্বর ইউনিটতে উৎপাদন হচ্ছে। যা পরিমান বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৪০ মেগাওয়াট। 

তিনি বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এই মুহূর্তে কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯২ দশমিক ২০ফুট মিনসি লেভেল (এমএসএল)। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮৮ দশমিক ৫৪ ফুট এমএসএল। সহসা বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানির স্তর আরও নিচে নেমে গেলে তখন হয়তো একটা ইউনিট ও চালু রাখা সম্ভব হবে না।

RA
আরও পড়ুন