নোয়াখালীর হাতিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতেছে উপজেলা জামায়াতে ইসলামী। এসময় জামায়াতের হাতিয়া আসনের প্রার্থীর পরিচিতি পর্বও অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলার দারুল আইতাম ওছখালী এতিমখানাস্থ জামায়াতের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক, জামায়াতের হাতিয়া উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা এইউএম ইদ্রিস, জামায়াতের হাতিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা নুর উদ্দিন মেশকাত প্রমুখ।
হাতিয়া পৌরসভা জামায়াতের আমীর মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলের আলোচনায় প্রধান অতিথি বলেন, সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচন চাই। যা হতে হবে সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে। দেশের মানুষের প্রত্যাশাপূরণই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। তাদের নৈতিক পেশাদারিত্ব কামনা করি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক বলেন, হাতিয়ার রাজনীতি অসুস্থ প্রতিযোগিতা থেকে সুস্থ প্রতিযোগিতার দিকে ধাবিত হলে আমরা উন্নয়নের দিকে ধাবিত হতে পারব। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায়, তবে সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবেন। হাতিয়ায় শান্তি প্রতিষ্ঠা পাবে, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন বৃদ্ধি পাবে।
এসময় হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন, সহ-সভাপতি আমির হামজা, সদস্য শামীমুজ্জামান শামীম, ছায়েদ আহামেদ ও উত্তম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
