ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মহেশখালীতে কোস্টগার্ডের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি, আটক ১

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও অভিযুক্ত ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) কালারমারছড়া সামিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সকালে কোস্টগার্ড জানায়, মহেশখালীর কালারমারছড়া সামিরাঘোনা এলাকায় ডাকাতি প্রস্তুতির খবর পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের এক দল ওই এলাকায় অভিযান চালায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে।

পরে কোস্টগার্ডও ফাঁকা গুলি বর্ষণ করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুণরায় এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু করলে কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের গুলিতে ডাকাত রফিকুল ইসলামের (৩২) পায়ে গুলি লাগে। তখন অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যায়।

পরে আহত অভিযুক্ত ডাকাতকে ২টি অস্ত্র, ২ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড ফাঁকা গুলি এবং ৩টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দ করা আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটক ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

AA
আরও পড়ুন