ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদাতা আটক

আটক নুরুল আবছার চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দন পুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম

মানবতাবিরোধী মামলায় ফাঁসি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদাতা নুরুল আবছারকে আটক করেছে জনতা। কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে আত্মগপোনে ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আটক নুরুল আবছার চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দন পুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইমন কান্তি চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করি। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে স্বীকার করেছেন। সে সঙ্গে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর সাক্ষীদাতা হিসেবেও স্বীকার করেন।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজখবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

AA/AHA
আরও পড়ুন