ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কিশোর গ্যাংয়ের আস্তানা ধ্বংস, অস্ত্রসহ আটক ৯ 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম

কুমিল্লা শহর ও সদর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী ও র‍্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়। সেইসঙ্গে আটক করা হয় অস্ত্র সরবরাহকারীসহ নয় জনকে।

রোববার (২৭ এপ্রিল) সকালে যৌথবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- অস্ত্র সরবরাহকারী মো. রুবেল, কিশোর গ্যাংয়ের সদস্য মো. সাইফুল ইসলাম, মো. ইমরান হোসেন রতন, মো. মোজাহিদ ও মো. রাফিউল আলম শফি, মো.আকিব হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. শাহাদাত হোসেন ও হুমায়ূন কবির। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  রোববার ভোর ৪টার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে গ্রেপ্তার করে। তিনি সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন। কিশোর গ্যাংয়ে অস্ত্র সরবরাহ করে থাকেন তিনি। 

এ ছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিগত সরকারের আমলে বিভিন্ন নেতার ছত্রছায়ায় কুমিল্লা শহরের কিশোর গ্যাংয়ের প্রভাব থাকলেও ৫ আগস্টের পর তাদের দৌঁড়ঝাপ বন্ধ থাকে। সম্প্রতি শহরে আবার প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসে কিশোর গ্যাং। এ ঘটনার জেরে চলে এ অভিযান। 

RA
আরও পড়ুন