ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চট্টগ্রামে ময়লার স্তূপ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:০১ পিএম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় একটি ময়লার স্তূপ থেক তিনটি আগ্নেয়াস্ত্র  উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর ও দক্ষিণ জোনের সমন্বিত অভিযানে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে দুটি ৯ এমএম পিস্তল ও একটি রিভলভার। অভিযানে ৩০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

ডিবি উত্তর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, উদ্ধার করা অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে পিস্তল দুটি লুট করা হয়েছিল, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল।

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

AHA/Raj
আরও পড়ুন