ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মাটি খুঁড়ে মিললো ‘লুট হওয়া’ ১৮ লাখ টাকা

আপডেট : ১৭ মে ২০২৫, ০৫:৪১ পিএম

বান্দরবানের লামা উপজেলার একটি তামাক কোম্পানির অফিস থেকে লুট হওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে লামা পৌরসভা এলাকার দুটি পৃথকস্থানে মাটি খুঁড়ে এসব টাকা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ৮ মে রাতে লামা পৌর শহরে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির দপ্তরে লুটপাট চালায় ১৫-২০ জনের একটি ডাকাত দল। ডাকাতেরা ১ কোটি ৭৩ লাখ টাকা লুট করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির ব্যবস্থাপক আবদুর রব বলেন, তামাক আহরণ মৌসুমে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা লেনদেন হয়ে থাকে। কার্যালয় থেকে চাষিদের তামাকের মূল্য পরিশোধ ও শ্রমিকদের দৈনিক বেতন দেওয়া হয়। বহু বছর ধরে এভাবে কাজ করা হলেও এবারই প্রথম এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে।

জানা যায়, লামা শহরের সিলেটিপাড়ার আবদুল করিম ও আরিফের নেতৃত্বে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে আবদুল করিমের বাবা ওয়াসীর আলী ও মা আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে আজ তাদের বসতঘরের পাশে মাটি খুঁড়ে ১৭ লাখ টাকা এবং পার্শ্ববর্তী আরেকটি স্থানে মাটি খুঁড়ে আরও এক লাখ টাকা পাওয়া যায়। ডাকাতির পর এসব টাকা মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। এ পর্যন্ত ডাকাতির ঘটনায় লুট হওয়া ২১ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ডাকাত আবদুল করিম ও আরিফ টাকা লুটের ঘটনা ঘটিয়েছে। তবে তারা পলাতক। তাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে শনিবার ১৮ লাখ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

Raj/AHA
আরও পড়ুন