ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদপুরে এক ইলিশের দাম ১৩ হাজার টাকা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। সোমবার (২৩ জুন) সকালে মেঘনা নদীতে ধরা ইলিশটি চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে ব্যবসায়ী উত্তম দাসের আড়তে তোলা হয়। ইলিশটি আড়তে নিলামে বিক্রি হয় ১৩ হাজার ১৫০ টাকায়।

ব্যবসায়ী নবীর হোসেন বলেন, জুন মাস থেকে জেলেরা বড় আকারের কিছু ইলিশ পাচ্ছেন; যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়। সেটিও আমি কিনেছি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশের সরবরাহ একেবারে নেই। ঘাটে দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না। যা আসে স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে দু-একটি বড় সাইজের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন।

AA/AHA
আরও পড়ুন