ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নামজারি জালিয়াতিতে যুবকের কারাদণ্ড

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:১৮ পিএম

লক্ষ্মীপুর জেলার কমলনগরে নামজরিতে জাল খতিয়ান দাখিল করায় আজিজুর রহমান (২৯) নামে এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (০২ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোছাইন এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আজিজুর রহমান হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিজিপাড়ার তাজু মাষ্টার বাড়ির আবুল কালামের ছেলে।

জানা যায়, উপজেলা ভূমি অফিসে নামজারির জন্য আজিজ খতিয়ান ও প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করে। বুধবার (০২ জুলাই) দুপুরে ওই নামজারির শুনানির সময় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় তার দাখিলকৃত সকল কাগজপত্র জাল।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসাইন, বিষয়টি নিশ্চিত করে বলেন, নামজারি মিসকেসের শুনানির সময় জাল খতিয়ান ও কাগজ পত্র দাখিল করায় এক যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাল কাগজপত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

MMS
আরও পড়ুন