টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ির ঢলের পানিতে হু-হু করে বাড়ছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। এতে করে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চলের ফসলি জমি ও বাড়িগুলোর অনেকাংশই এখন পানিতে নিমজ্জিত। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে রাঙামাটির নীচু অঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ইতোমধ্যেই জল বিদ্যুৎকেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।
দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ৪টা পর্যন্ত কাপ্তাই লেকে ১০৪.১৪ ফুট মিনস সী লেভেল, রুল কার্ভ ৮৮.১৬ ফুট পানি রয়েছে।
লেকে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে এক নাম্বার ইউনিটে-৪৬ মেগাওয়াট, ২নং ইউনিটে-৪৬, ৩নং ইউনিটে-৪৮, ৪ ও ৫নং ইউনিটে ৪০ করে সর্বমোট ৫টি ইউনিটে দৈনিক সর্বোচ্চ-২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।
এদিকে, দীর্ঘদিন ড্রেজিং নাহওয়ায় কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে নির্দিষ্ট্য স্তর উপরের দিকে উঠে গেছে। এতে করে পানি নির্দিষ্ট্য পরিমাপের চেয়ে বেশি হয়ে হ্রদ সংলগ্ন নিন্মাঞ্চল পানির নীচে তলিয়ে যায়। এতে করে নিম্নাঞ্চলে বসবাসকারী স্থানীয় জনসাধারণ ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে কৃষকসহ মানুষজন পানিবন্দি হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে ব্যাপক জলাবদ্ধতা, ভোগান্তি