ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৩ এএম

কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি হওয়া মধ্যরাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

রাঙামাটির নিন্মাঞ্চলের কয়েকশো একর ফসলি জমি ও স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হওয়ায় পরিস্থিতির উন্নয়নের জন্য বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সোয়া বারোটার সময় এই পদক্ষেপ গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২ টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.০৫ অতিক্রম করায় মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দিয়েছি। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

অপরদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ ইউনিটে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হচ্ছে। 

অতিরিক্ত পানির প্রবাহ নিয়ে ভাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

AHA
আরও পড়ুন