টানা ৭ দিন খোলা থাকার পর আজ রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে।
এর আগে, গত ৫ আগস্ট রাত ১২টায় কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় প্রথমে ৬ ইঞ্চি করে গেইট খোলা হয়। পরবর্তীতে পানির স্তর বাড়তে থাকায় ধাপে ধাপে গেইটের পরিমাণ বাড়ানো হয়।
গত ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ সাড়ে ৩ ফুট উচ্চতায় গেইট খোলা হয়েছিল, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছিল। তবে বর্তমানে বৃষ্টিপাত কমে যাওয়ায় হ্রদের পানির উচ্চতা কমতে শুরু করেছে। এ কারণে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে সব গেইট বন্ধ করা হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, গেইট বন্ধ থাকলেও বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে, যা দিয়ে ২২০-২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে যাচ্ছে।
আজ সকাল ৮টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৭.০৫ মিটার (এমএসএল), যেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ মিটার।
কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বলেন, বৃষ্টি কমে যাওয়ায় পানির স্তর কমছে, তাই গেইট বন্ধ রাখা হয়েছে। পানির পরিমাণ বাড়লে আবার গেইট খোলা হতে পারে।
লালমোহনে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই