চট্টগ্রামের বোয়ালখালীর পাহাড়ে ওল কচুর চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন দুই কৃষক মো. সাইফু ও মো. খোকন। কিন্তু বুনো শূকরের দফায় দফায় তাণ্ডবে তাদের সেই স্বপ্ন এখন ধ্বংসস্তূপ।
উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা এলাকার পুতামুড়া মাজারের দক্ষিণ পাশে দুম্বাই চরে প্রায় ২০ শতক জমিতে ঋণ নিয়ে ১৫০টি ‘মাদায় ওল কচু’ চাষ করেছিলেন তারা। এতে খরচ হয় ২৫ হাজার টাকা।
প্রতিটি মাদায় আধা কেজি করে বীজ রোপণ করা হয়েছিল। গাছগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। প্রত্যাশা ছিল, পরিপক্ব হলে প্রতিটি ওল ৬-৭ কেজি হবে। বাজারদর অনুযায়ী, এ ফসল বিক্রি করে অন্তত ৫০-৬০ হাজার টাকা লাভ হতো।
কৃষক মো. সাইফু বলেন, “ঋণ করে বান্দরবান থেকে বীজ এনে চাষ করেছিলাম। এমন ক্ষতি কখনও দেখিনি। সব শেষ করে দিয়েছে শূকরের দল।”
ওল কচুর পাশাপাশি প্রায় দেড় একর জমিতে তারা আরও চাষ করেছেন পেঁপে, তিতকরলা, বরবটি, লাউ, চিচিঙ্গা ও বেগুন। কিন্তু এখানেও শান্তি নেই। একদিকে বানরের দল কাঁচা ফল ছিঁড়ে ফেলে দিচ্ছে, অন্যদিকে মাঝে মাঝে বন্য হাতি ক্ষেত মাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে দেড় লাখ টাকার বেশি ক্ষতির মুখে পড়েছেন তারা।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ভাণ্ডালজুড়ি বিট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, “ক্ষতির বিষয়টি থানায় জিডি করে বন বিভাগে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের সুযোগ আছে।”
