ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেনবাগে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:১৩ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলো- দক্ষিণ রাজারামপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। তারা সম্পর্কে বোনএবং স্থানীয় এক মাদরাসার শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, সকালে ২ বোন বাড়ির পাশের পুকুর ঘাটে মুখ ধুতে যায়। ঘাটে একটি শামুক দেখতে পেয়ে বড় বোন অহি সেটি ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে তুলতে গিয়ে ছোট বোন ছহিও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পুকুরের দিকে লাগানো সিসিটিভি ক্যামেরায় এমন দৃশ্যই ধারণ হয়েছে। পরে তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তি চিকিৎসকের কাছে নিয়ে গেলে ২ বোনকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

NJ
আরও পড়ুন