হেফাজতে ইসলাম নারায়ণহাট শাখার কাউন্সিল সম্পন্ন

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০২:০৭ পিএম

ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন শাখা হেফাজতে ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি নোমান, সাধারণ সম্পাদক হাফেজ লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মামুন বশর ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ এনামুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম এবং প্রচার সম্পাদক হাফেজ তারেকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি উত্তর জোনের সভাপতি আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা জুনাইদ বিন জালাল।

JMR