ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফটিকছড়িতে সড়কের গাছ কেটে নিলো দুর্বৃত্তরা

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সুয়াবিল সোবাহান শাহ সড়কের পাশে প্রায় ৩০ বছর বয়সী ৫টি গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের প্রবেশমুখে থাকা বড় গাছগুলোর গোড়া কেটে ফেলা হয়েছে। তবে ডালপালা সড়কের পাশে ফেলে রেখে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।

স্থানীয়রা বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের সময় সড়কের ২ পাশে শতাধিক গাছ রোপণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি দুর্বৃত্তরা এর মধ্যে ৫টি পুরনো গাছ কেটে নিয়ে গেছে। আমরা চাই, এর সঠিক তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক।

এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন ধরে এই সড়ক ব্যবহার করি। হঠাৎ একদিন দেখি রাতের আঁধারে বড় বড় গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাই, বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

কৃষক শান্তি কুমার নাথ ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এ ঘটনার সঠিক বিচার না হয় তবে ভবিষ্যতে আর কোনো গাছ রক্ষা পাবে না। তাই আমরা দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

নাজিরহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং প্রাথমিক তদন্তের চেষ্টা চলছে। তবে এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি কারা গাছগুলো কেটেছে বা নিয়ে গেছে। এজন্য ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

NJ
আরও পড়ুন