চট্টগ্রামের ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ গত জুলাই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে বজায় রাখা, বিশেষ অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার ও ‘অপরাধ সভা’ পরিচালনাসহ বিভিন্ন কার্যকর কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ পুরস্কার’ অর্জন করেছেন।
শনিবার (৩০ আগস্ট) পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা ও হাটহাজারী সার্কেলের সার্বক্ষণিক সহযোগিতায় ফটিকছড়ি থানা এ কার্যক্রম বাস্তবায়ন করে। পুরস্কার প্রাপ্তির পর ওসি নূর আহমেদ চট্টগ্রাম পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানান।
