১৪৪ ঘণ্টা কর্মবিরতির পর চট্টগ্রামের ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা অবশেষে কর্মস্থলে ফিরেছেন।
গত ৭ সেপ্টেম্বর সকাল থেকে লাইনম্যান ও কারিগরি কর্মকর্তারা হঠাৎ করেই তাদের কাজের সরঞ্জাম জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ফলে পুরো ফটিকছড়ি উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে যায়। গ্রাহকরা পড়েন চরম ভোগান্তিতে।
অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ৪ দফা দাবিতে কর্মবিরতিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা দফায় দফায় বৈঠকের পর কর্তৃপক্ষের আশ্বাসে আশ্বস্ত হন। গ্রাহকদের দুর্ভোগের কথা বিবেচনা করে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে তারা নিজ নিজ কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের (ডিজিএম) বলেন, লাইনম্যান, কারিগরি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে গ্রাহকদের ভোগান্তি এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারা কর্মস্থলে ফিরতে সম্মত হয়েছেন।
আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরাও তাদের কর্মস্থলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
বামনায় অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবি