ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্নসচিব) আ.ন. ম. নাজিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রখুখ।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য শুধু সুস্থ জীবনের জন্য নয়, একটি সুস্থ জাতি গঠনের জন্যও অপরিহার্য। খাদ্যে ভেজাল রোধে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
