ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুমিল্লায় দুর্গাপূজা ঘিরে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। 
 
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
সংবাদ সম্মেলন কুমিল্লা পুলিশ সুপার বলেন, জেলায় ৮১৮টি পূজামণ্ডপ তৈরি হচ্ছে। মণ্ডপগুলোর গুরুত্ব বিবেচনা করে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। আমাদের ৯৫০ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজার নিরাপত্তায় থাকবে। ৯০টি মোবাইল টিম টহলে থাকবে। গুরুত্বপূর্ণ পূজা কেন্দ্রগুলোতে ফিক্সড পুলিশ টিম কাজ করবে। দূর্গম এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য মোটরসাইকেল টিম, ডিবির কুইক রেন্সপন্স টিম ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সাদা পোশাকে ডিএসবির পুলিশ মোতায়েন থাকবে।
 
পূজার ভেন্যু কেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পূজায় আগত পূজারী ও দর্শনার্থীদের নিরপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে। যারা সোশ্যাল মিডিয়া মনিটরসহ সাইবার স্পেসে নজরদারী করবে। যাতে কেউ গুজব ও উস্কানি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে কোন অপপ্রচার যাচাই-বাছাই ছাড়া কেউ যেন প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
NJ
আরও পড়ুন