চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শনকালে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
পরিদর্শনকালে জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কায়েস, সাধনপুর বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহাদুর ও উপজেলা যুবদল নেতা কাইছার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পিপি রাজ্জাক বলেন, অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে শুনে হৃদয়টা ছটফট করছিল। দাপ্তরিক কাজ শেষ করে তাদের কাছে ছুটে আসলাম। ব্যক্তিগতভাবে তাদের জন্য সামন্য কিছু উপহার নিয়ে এসেছি। বাঁশখালীর প্রতিটি মানুষ আমার পরিবারের অংশ। পরিবার ক্ষতিগ্রস্ত হলে তো আমি বসে থাকতে পারি না। আমার কাছে সবার আগে বাঁশখালীর মানুষ। তাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করবো।
