পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচির তৃতীয় দিনে সারাদেশের মতো নোয়াখালীর হাতিয়ায়ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ উপজেলা পর্যায়ে এ সমাবেশ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার এএম হাইস্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর সুপার মার্কেট প্রদক্ষিণ শেষে পরিষদ মসজিদের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। ফ্যাসিবাদ মুক্ত সমৃদ্ধির বাংলাদেশ গড়তে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে উপজেলা জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট শাহ্ মাহফুজুল হক বলেন, ফেব্রুয়ারির মধ্যে ফ্যাসিস্ট সরকারের দমনপীড়ন ও আওয়ামী খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিয়ে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার ব্যবস্থা করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কর্মকান্ডের নিষিদ্ধের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার আমীর মাস্টার বোরহানুল ইসলাম। দলটির উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা মো. ইদ্রিস, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম ও মাওলানা তারীফুল ইসলাম প্রমুখ।
এতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশে হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
