ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিয়ানমারের ভেতরে গোলাগুলি, আতঙ্কে ঘুমধুমবাসী

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্তের ৩৪নং পিলার সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ গোলাগুলির শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী  এবং রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী (আরসা/আরএসও)-এর মধ্যে সংঘর্ষের কারণে এ গোলাগুলি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩৪ ও ৩৫-এর মাঝামাঝি মিয়ানমার সীমান্তের প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘর্ষকেই গোলাগুলির মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে।

গোলাগুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকার বাসিন্দারা উৎকণ্ঠায় রাত কাটাচ্ছেন।
 
 
নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, আমরা অবগত আছি। এলাকায় বসবাসকারীদের সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে। বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থায় আছে।
 
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবির টহল জোরদার থাকার কারণে সীমান্তে বসবাসরত এলাকাবাসী আতঙ্কের মধ্যে নাই। সীমান্ত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি। সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। 
NJ
আরও পড়ুন