কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে গীতা বালা দাশ (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গীতা বালা দাশ ওই ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়ার মৃত বাবুল দাশের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই বৃদ্ধা মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। র মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত